ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির সাথে পুলিশ সুপারদের আগামী র্অথবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির সাথে পুলিশ সুপারদের আগামী র্অথবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ পুলিশ রেঞ্জের অধীনে জেলাসমূহের পুলিশ সুপারদের সাথে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির মধ্যে ২০২১-২০২২ র্অথবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কর্ম সম্পাদন চুক্তিতে বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের বিষয় উল্লেখ রয়েছে।
আজ রোববার দুপুরে রেঞ্জ ডিআইজি’র র্কাযালয়, ময়মনসিংহ সম্মেলন কক্ষে উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো: হারুন আর রশিদ, বিপিএম ছাড়াও আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সদ্য বিদায়ী অতিরিক্ত ডিআইজি, ড. মো: আক্কাস উদ্দিন ভূঁঞা, নতুন যোগদানকৃত অতিরিক্ত ডিআইজি মো: শাহ আবিদ হোসেন, বিপিএম(বার), পুলিশ সুপার, ময়মনসিংহ মোহাম্মদ আহমার উজ্জামান, পিপিএম সেবা, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয় পুলিশ সুপার (প্রশাসক ও অর্থ), সৈয়দ হারুন আর রশীদ রেঞ্জ ডিআইজির কার্যালয় পুলিশ সুপার, ক্রাইম ম্যানেজমেন্ট ও এপিএ ফোকাল পয়েন্ট মোঃ ফারুক হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (অপস এন্ড ইন্টেঃ) কাজী শাহনেওয়াজ পিপিএম সেবাসহ রেঞ্জ অফিসের অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য পুলিশ সুপারগণ ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক লক্ষ্যমাত্রা কর্মসম্পাদন চুক্তির লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানান।