শাহ আবিদ হোসেন ময়মনসিংহ রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে যোগদান এবং  বিদায় নিলেন অতিরিক্ত ডিআইজি ড আক্কাছ উদ্দিন ভুইয়া

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমটিভি নিউজ ঃ  মো: শাহ আবিদ হোসেন, বিপিএম (বার) ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে আজ রোববার দুপুরে যোগদান করেছেন। বিদায় নিলেন সিনিয়র অতিরিক্ত ডিআইজি, ড. মো: আক্কাস উদ্দিন ভূঁঞা। এসময় নবাগত অতিরিক্ত ডিআইজি মো: শাহ আবিদ হোসেন, বিপিএম (বার)কে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। ফুলেল শুভেচ্ছায় বরণ করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম । এ সময় ময়মনসিংহ রেঞ্জের বিদায়ী অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা,  সৈয়দ হারুন অর রশীদ, পুলিশ সুপার, রেঞ্জ অফিস, ময়মনসিংহ, জনাব মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ অফিস, ময়মনসিংহসহ রেঞ্জ অফিসের উর্দ্ধতন কমকর্তাগণ উপস্থিত ছিলেন।   ড. মো: আক্কাস উদ্দিন ভূঁঞা বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় সিনিয়র অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলী হয়েছেন।


অতিরিক্ত ডিআইজি মো: শাহ আবিদ হোসেন, এর আগে ঢাকা ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এরআগে তিনি সুনামের সহিত ময়মনসিংহ, কুমিল্লা, পিরোজপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মো: শাহ আবিদ হোসেন বাগেরহাট জেলার আফরা গ্রামের সভ্রান্ত পরিবারের জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম সর্দার শাহাজাহান আলী মাতা জাহানারা বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর স্ত্রীর নাম সুরাইয়া সুলতানা। তিনি এক কন্যা সন্তানের জনক।
তিনি খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৪ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) কৃতিত্বের সহিত উত্তীর্ন হন। ২০০১ সালে ২০তম বিএসএসের ম্ধ্যামে পুলিশের সহকারী পুলিশ সুপার বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এর আগে তিনি ১৯৯৫ সালে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (খুয়েটে) প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৯৬ সালে বুয়েটের আইএফসিডিআরে রিসার্চ ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন। ১৯৯৯ সালে নড়াইল ও বাগেরহাট পৌরসভার সহকারী প্রকৌশলী দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে বিসিএসএর মাধ্যেমে পুলিশ ক্যাডারে এএসপি হিসেবে যোগদান করেন।
তিনি পুলিশ বিভাগে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় একাধিকবার পুরস্কৃত হন। এছাড়া তিনি ২০১৮ জাতীয় পর্যায়ে আইসিটি বিষয়ে সেরা পুলিশ অফিসার হিসেবে পুরস্কার লাভ করেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার