ময়মনসিংহে বালুভর্তি ড্রামট্রাকের চাপায় দুই কৃষকের মৃত্যু

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বালু ভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) সকালে উপজেলার খুরশিদমহল ব্রীজে বালুভর্তি ড্রামট্রাকের চাপায় দু্ই জন কৃষক নিহত হওয়ার কথা জানিয়েছেন পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান।

নিহতরা হলেন-খুরশিদমহল গ্রামের শহিদ মিয়ার ছেলে মানিক মিয়া (৩৩) ও নূর হোসেনের ছেলে মো. মাসুম (১৭)।

পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসি ক্যামেরার সাহায্যে ট্রাকটিকে সনাক্তকরনের চেষ্টা চলছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. হযরত আলী জানান, প্রতিদিনের ন্যায় চরাঞ্চল থেকে গরুর ঘাস আনতে সকালে মানিক ও মাসুম খুরশিদমহল গ্রামের নিজ বাড়ি থেকে বের হন। খুরশিদমহল ব্রীজের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা বালু ভর্তি ড্রাম ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার