কিশোরগঞ্জের তাড়াইলে জলমহাল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের তাড়াইলে জলমহাল নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন-দিগদাইড় ইউনিয়নের পূর্বপাড়ার মতি মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫) এবং একই এলাকার মৃত পিয়ার হোসেনের ছেলে রাশিদ মেম্বার (৬৫)। এ ঘটনায় গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের ডুবাইল, আমাইল ও হাজ্জা বিলের নিয়ন্ত্রণ নেয়ার জন্য দিগদাইড় বাজার সংলগ্ন পূর্বপাড়ার সামনে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

এতে ঘটনাস্থলেই প্রতিপক্ষের ছোড়া বল্লমের আঘাতে মতি মিয়ার ছেলে শফিকুল ইসলাম নিহত হন। এছাড়া রাত সাড়ে ১২টার দিকে ডুবাইল বিলের পাশ থেকে রাশিদ মেম্বারের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (০৮ জুন) সরেজমিনে দেখা যায়, দিগদাইড় গ্রাম পুরোটাই পুরুষশূণ্য হয়ে পড়েছে। প্রতিটি বাড়িতেই গৃহিনীদের আর্ত চিৎকার ও কান্নার আওয়াজ। ইউনিয়ন পরিষদ সংলগ্ন সদর বাজারের সকল দোকানপাট বন্ধ আছে। ৮/১০ জন পুলিশ টহল দিচ্ছেন।রাস্তাঘাটে হামলায় ব্যবহৃত সারি সারি ভাঙা ইট। জনমানবহীন রাস্তা দেখলে মনে হয় অঘোষিত হরতাল চলছে।

তাড়াইল থানার ওসি মুজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২১ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিহত দু’জনের ময়না তদন্তের জন্য মঙ্গলবার (৮জুন) সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে।

তিনি আরও জানান,এ ঘটনায় সোমবার রাতে সন্দেহজনক চারজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয় নাই।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার