স্টাফ রিপোর্টার :বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের বিদায়ী অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিস । তিনি সারদায় বাংলাদেশ পুলিশ একোডেমীতে বদলী হয়েছেন। রেঞ্জ অফিসে তিনি সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম।
উক্ত অনুষ্ঠানে সদ্য যোগদানকারী ময়মনসিংহ রেঞ্জের, অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার)সহ ময়মনসিংহের পুলিশ সুপার, মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা ময়মনসিংহ, রেঞ্জ অফিসের,পুলিশ সুপার, সৈয়দ হারুন;অর রশীদ, ;পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ ফারুক হোসেন, নেত্রকোণার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী, জামালপুর; পুলিশ সুপার,নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার, গৌতম কুমার বিশ্বাস, পিবিআই, ময়মনসিংহ;,শেরপুরের; অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ বিল্লাল হোসেন, ময়মনসিংহ, রেঞ্জ অফিসের, অতিরিক্ত পুলিশ সুপার (অপস এন্ড ইন্টেলঃ), কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা, এবং ,সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার, সুলতান মাহমুদ , ময়মনসিংহসহ রেঞ্জ অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।