ময়মনসিংহে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

June 11, 2021 456 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। নগরীর দিগারকান্দা এলাকা থেকে বৃহস্পতিবার তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান,, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে ডিবির এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ বৃহস্পতিবার নগরীর দিঘারকান্দা আজাদ ফিলিং স্টেশন সংলগ্ন আমানিয়া রেস্টুরেন্টের সামনে থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, কালাম শেখ, রমজান মিয়া ও লাল চান। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সাম্প্রতিক