ময়মনসিংহে প্রায় ৫২ হাজার মানুষ করোনভাইরাসের টিকার দ্বিতীয় ডোজের অপেক্ষায়

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা ও সিটি করপোরেশনে প্রায় ৫২ হাজার মানুষ করোনভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ পায়নি।  এর মধ্যে রয়েছে জেলায় ১৩টি উপজেলার ৪৫ হাজার ১৯১ জন এবং সিটি করপোরেশনে ৬ হাজার ৮০০ জন।

প্রতিদিনেই সিভিল সার্জন অফিস, হাসপাতাল এবং সিটি কর্পোরেশনে টিকা গ্রহীতারা আসাযাওয়া করছে। তবে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো নির্দিষ্ট সময়সীমা না পাওয়ায় অনেকের মধ্যে হতাশা কাজ করছে।

জেলা সিভিল সার্জন ডা. মো.নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ জেলায় ৯৯ হাজার ৪৩৩ জন প্রথম ডোজের টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৫২ হাজার ২৩৮ জন এবং নারী ৪৩ হাজার ১৯৫ জন।দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৫৪ হাজার ২৪২ জন। এর মধ্যে পুরুষ ৩৪ হাজার ৩৬৯ জন এবং নারী ১৯ হাজার ৮৭৩ জন। টিকা পাননি ৪৫ হাজার ১৯১ জন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আনোয়ার হোসেন বলেন, সিটি কর্পোরেশনের অধীনে ৪৯ হাজার ৩০৮ জন প্রথম ডোজের টিকা গ্রহণ করে। এর মধ্যে পুরুষ ৩১ হাজার ১০৩ জন এবং নারী ১৮ হাজার ২০৫ জন।দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করে ৪২ হাজার ৫০৮ জন। এর মধ্যে পুরুষ ২৭ হাজার ৪৮ জন এবং নারী ১৫ হাজার ৪৬০ জন। দ্বিতীয় ডোজ গ্রহণের বাকি রয়েছে ৬ হাজার ৮০০ জন।

জেলা প্রশাসনের তথ্য মতে, ১১ জুন পর্যন্ত জেলা ও সিটি করপোরেশনে করোনায় আক্রান্ত হয়েছে ৬ হাজার ৭২৭ জন; সুস্থ হয়েছে ৬ হাজার ২০২ জন; মারা গেছে ৭৮ জন; আইসোলেশনে রয়েছে ৪৪৮ জন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার