অতিরিক্ত যাত্রী পরিবহণের দায়ে মুক্তাগাছায় ৭ সিএনজি চালকের জেল

image

You must need to login..!

Description

মাকসুদা আক্তার, বিএমটিভি নিউজঃ সিএনজিতে অতিরিক্ত যাত্রী পরিবহণের দায়ে ৭ জন সিএনজি চালককে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত । আজ সোমবার মুক্তাগাছার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মো.মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে সাতজন আসামীকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দিয়ে জেলে প্রেরন করা হয়েছে। আদালতকে সহায়তা করেন মুক্তাগাছা থানা পুলিশ, ইউপি চেয়ারম্যান সহ অন্যান্যরা।

মুক্তাগাছা উপজেলায় ঘনঘন রোড এক্সিডেন্ট হচ্ছে। পূর্বে সিএনজিতে যাত্রীসংখ্যা ছিল ০৫ জন। চালকের দুপাশে দুজন বসতেন এতে চালক অল্প জায়গা পেত, বসতে ও সিএনজি চালানোর জন্য অত্যন্ত সংকুচিত হয়ে বসতে হত চালককে। এতে দুর্ঘটনা দিন দিন বাড়ছে এবং অতিরিক্ত ভাড়া্ আদায় নিয়ে যাত্রী হয়রানি বেড়েই চলছে। সাধারণ জনগণের এ উদ্বেগটি প্রশাসন অত্যন্ত গুরত্ব সহকারে দেখে।

এ সমস্যা সমাধানের জন্য সিএনজিতে যাত্রী সংখ্যা ৪ জন করে নেয়ার নির্দেশ দেয়া হয়।। কিন্তু সিএনজি চালকরা তা মানছিল না। এমনকি তারা ০৬/০৭ জন যাত্রী নিচ্ছিল। আজ সোমবার সড়ক পরিবহন আইন ২০১৮ এর অধীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত ৭ জন সিএনজি চালককে আটক করা হয়। যারা ০৫ /০৬ জন করে যাত্রী নিয়ে যাচ্ছিল। তারা সকলেই অবগত ছিলেন ০৫ জন করে যাত্রী নেয়া যাবে না।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার