ময়মনসিংহে আইনজীবীদের মানববন্ধন

ময়মনসিংহে আইনজীবীদের মানববন্ধন

bmtv new No Comments

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ স্বাস্থ্যবিধি মেনে আদালতের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবীতে মানববন্ধন করেছে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ । আজ মঙ্গলবার (১৫ ‍জুন) দুপুরে ময়মনসিংহ জেলা জজকোর্ট প্রাঙ্গনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট জালাল উদ্দীন খান, সাবেক সাধারণ সম্পাদক ড. মীর মিজানুর রহমান, আব্দুল ওয়াদুদ ভূইয়া, সৈয়দ এনায়েতুর রহমান, আতাউর রহমান মুকুল, মকবুল হোসেন, আবুল কালাম, আমিনুল ইসলাম খাইরুল। মানববন্ধন পরিচালনা করেন এডভোকেট হযরত আলী।

এসময় বক্তারা বলেন, গণ পরিবহন, শপিংমল সহ সকল সরকারি অফিস চালু রয়েছে। আমরাও চাই স্বাস্থ্যবিধি মেনে আমাদের আদালতের সকল কার্যক্রম চালু করা হোক। এসময় বক্তারা দাবী করেন, আদালত সরাসরি পূর্ণাঙ্গ চালু না হলে বিচারপ্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তাই তারা দ্রুত সরাসরি আদালতের সকল কার্যক্রম চালুর দাবী জানান।