স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ রেলস্টেশন এলাকা থেকে ৫০ লিটার চোলাই মদসহ ০২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪ ।
মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার মোঃ হান্নানুল ইসলাম জানান, গত ১৯ জুন ২০২১ দুপুরে সহকারি পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে র্যাব-১৪ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার রেলস্টেশন কৃষ্ণচূড়া চত্ত্বর রেলওয়ে শ্রমিকলীগের ক্যান্টিনের সামনে অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানার কেওয়াটখালী রেলওয়ে সুইপার কলোনীর,আসামী শ্রী কৃষ্ণ বাসফোর (৬৩), শ্রী নরেশ বাসফোর (৫০)কে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের হেফাজত হতে ৫০ লিটার কথিত চোলাইমদ ও ০২ (দুই) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় চোলাই/বাংলামদ অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করে আসছিল এই সমস্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।