ফুলবাড়িয়ায় নদী থেকে শিশুর লাশ উদ্ধার

ফুলবাড়িয়ায় নদী থেকে শিশুর লাশ উদ্ধার

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্ক ঃ  ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ৪দিন পর সিনথিয়া(০৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে পৌর শহরের আমতলী ব্রীজের কাছে আখালিয়া নদীতে ভাসমান অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। থানা অফিসার ইনচার্জ মোহা: আজিজুর রহমান লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে ফুলবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা হবে বলে জানান ওসি।

পুলিশ ও ঐ শিশুর পরিবার জানায়, গত বৃহস্পতিবার (১৭জুন) সকাল ৭টার দিকে উপজেলার বালিয়ান ইউনিয়নের নয়নবাড়ি গ্রামের সোহেল মিয়ার মেয়ে সিনথিয়া নিখোঁজ হয়। রবিবার স্থানীয় লোকজন নদীতে শিশুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ আজিজুর রহমান জানান, শিশুটি পানিতে পড়ে গিয়ে মারা গিয়ে থাকতে পারে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।