ময়মনসিংহে ভ্রাম্যমান আদালতের অভিযান ৫টি কোচিং সেন্টারের পরিচালককে মুচলিকা নিয়ে ছাড়

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ
করোনার জন্য বিধি নিষেধ অমান্য করে ময়মনসিংহ নগরীতে বিভিন্ন কোচিং সেন্টার চালু রাখার অভিযোগে অভিযুক্ত ৫টি কোচিং সেন্টারের পরিচালকের কাছ থেকে মুচলিকা নিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাঈদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ময়মনসিংহ নগরীর বাউন্ডারী রোড, গুলকিবাড়ি এলাকায় কোচিং সেন্টারগুলো চালু রেখে পাঠদানের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলা প্রশাসন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পলাশ স্যারের প্রাইভেট প্রোগ্রাম, সানসাইন প্রাইভেট প্রোগ্রাম (বাউন্ডারি রোড), নজরুল সেনা স্কুল সংলগ্ন লেকচারার সারোয়ার রহমান কোচিং সেন্টারের ৫জন পরিচালক এই মর্মে মুচলিকা দেন ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন।পরবর্তীতে এ ধরনের অপরাধ করলে তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপস্থিত অভিভাবকগণকে করোনা সংক্রমণের ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে অনুরোধ করা হয়। ময়মনসিংহ জেলা প্রশাসন, জানায় প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার