ময়মনসিংহে  নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ৩টি মামলা ১৫ হাজার টাকা-জরিমানা

ময়মনসিংহে  নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ৩টি মামলা ১৫ হাজার টাকা-জরিমানা

bmtv new No Comments

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা সনাক্তকরণে চিরুনি অভিযানের অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আজ  মঙ্গলবার  ১১ টায় গুহ রোড, বাগমারা এবং নতুন বাজার এলাকার নির্মাণাধীন ভবনের জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ৩ টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। এ সময় উপস্থিত মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ জানান, এ মৌসুমে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে মোতাবেক  অন্যান্য কার্যক্রমের সাথে চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানকালে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারী ইন্সপেক্টর জাভেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া তিনি প্রতি তিন দিনে জমে থাকা পানি ফেলার   জন্য সকলের প্রতি আহবান জানান।