বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহের নান্দাইলে গভীর রাতে অগ্নিকান্ডে সাতটি দোকান পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে। সোমবার (২১ জুন) রাত ১ টার দিকে উপজেলার রাজগাতী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের টিম প্রধান মোবারক হোসেন বলেন, রাত একটার দিকে উপজেলার রাজগাতী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে আগুন লাগার খবর স্থানীয়রা ফোন করে জানালে সাথে সাথেই একটি ইউনিট ঘটনাস্থলে যায় । প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তিনি বলেন, কালিগঞ্জ বাজারের সেমিপাকা রাদিয়া মার্কেটের একটি ফার্মেসী, দুইটি মাইক সার্ভিসিংয়ের দোকান, একটি চালের দোকানসহ সাতটি দোকান পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কি কারণে আগুন লেগেছে জানতে চাইলে ফায়ার সার্ভিসের টিম প্রধান মোবারক হোসেন জানান , বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনাটি ঘটতে পারে । তবে, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানা যায় ।