মুক্তাগাছায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীসহ ৩ জন নিহত।

মুক্তাগাছায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীসহ ৩ জন নিহত।

BMTV Desk No Comments

 

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজ ডেস্কঃ  আজ রাত ৮ টা দিকে মুক্তাগাছা উপজেলার রসুলপুর এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীসহ তিন জন নিহত হয়েছেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল আকন্দ ঘটনাটি নিশ্চিত করে জানান, আজ রাত ৮ টার দিকে টাংগাইল থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক সেলিম(২১) পিতা আব্দুর রশিদ নিহত হন। অপর নিহত ২ জন হচ্ছে সবুজ(২০) পিতা আবুল কাসেম এবং অন্ত (১৯) পিতা লাল মিয়া। নিহতদের বাড়ি মুক্তাগাছা উপজেলা চারিপারা গ্রামে বলে ওসি জানান।

ওসি আরও জানান নিহত সবুজ মুক্তাগাছা উপজেলা হাসপাতালে এবং অন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল চালক সেলিমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।পুলিশ চালকসহ ট্রাকটি আটক করেছে।