স্টাফ রির্পোটার বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বালিপাড়া এলাকা থেকে দস্যুতার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ০২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪। র্যাব-১৪ মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার মোঃ হান্নানুল ইসলাম বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গত ২৩ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ময়মনসিংহের একটি দল অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বালিপাড়া এলাকা থেকে দস্যুতার প্রস্তুতিকালে আসামী ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার মৃত ফজলুল করিম ওরফে আব্দুল করিমের ছেলে ,আব্দুল বারীক, বারী (৪৩), ঈশ্বরগঞ্জ থানার মৃত আব্দুল বারীক বারীর ছেলে আব্দুর রউফ (৪০)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামীদের হেফাজত হতে ০৩ টি তরবারি, ০১ টি রামদা, ০১ টি ছুরি, ০১ টি ডেগার, ০১ টি সুইচ গিয়ার (চাকু), নগদ ৪৭,০০০/- (সাতচল্লিশ হাজার) টাকা, ০১ টি পাসপোর্ট , ০৬ টি মোবাইল, ০১ টি ওয়্যারলেস ফোন এবং ০২ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা ঘটনাস্থলে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দস্যুতার প্রস্তুতি নিচ্ছিল। তারা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় দস্যুতা করে আসছে। এ সকল অপরাধীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় মামলা দায়ের করা হয়েছে।