নিঃসঙ্গতা থেকেই আত্মহত্যার পথ বেঁচে নিলেন বৃদ্ধ ছোট্ট মিয়া

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ   হায়রে জীবন । যার বেঁচে থাকার ইচ্ছাটুকু শেষ হয়ে যায়। সে তো আত্মাহত্যা করেই ফেলে। এটা কারো কাম্য হতে পারে না। স্বজন ও সমাজের মানুষ এর দায় কি এড়িয়ে যেতে পারে? না পারে না । নিঃসঙ্গতা তাকে বিষিয়ে তুলেছিল।  সবাইকে দায় থেকে মুক্তি দিতে ৭০ বছরের নুর মুহাম্মদ ছোট্ট মিয়া আত্মহত্যার পথ বেঁচে নিলেন। বৃদ্ধ লোকটির দেখে রাখার মতো কেউ ছিল না বাড়িতে; হতাশায় ভুগছিলেন তিনি। আগেরবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন; এবার আর হননি।

বৃহস্পতিবার রাতে নেত্রকোনার কলমাকান্দার বটতলা এলাকায় সড়কের পাশে একটি গাছে ঝুলছিলে তার লাশ; স্থানীয়রা তা দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহত বৃদ্ধ নুর মুহাম্মদ ছোট্ট মিয়া একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জসিম উদ্দিন বলেন, বৃদ্ধ ছোট্ট মিয়া গত দুই-তিন আগে একই ইউনিয়নের গৌরীপুরে গ্রামের তার মেয়ে সামছুন্নাহারের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তিনি গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। ছোট্ট মিয়ার নাতি তা দেখে ফেললে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন দড়ি কেটে দিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। পরে সেখান থেকে নিজ বাড়িতে ফিরে আসেন ছোট্ট মিয়া।

তিনি জানান, বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ১০টার দিকে নিজ গ্রামের বটতলা সড়কের পাশে আকাশমণি গাছের সাথে ছোট্ট মিয়াকে ঝূলন্ত অবস্থায় দেখতে পায় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশকে বিষয়টি জানায়। মৃতের বাড়িতে বৃদ্ধ ছোট্ট মিয়াকে দেখভালের মতো কোনও সদস্য ছিলেন না। এই নিয়ে ছোট্ট মিয়া মানসিকভাবে চিন্তাগ্রস্ত ছিলেন।

কলমাকান্দার থানার ওসি মো আব্দুল আহাদ খান বলেন, রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে কলমাকান্দা থানায় নিয়ে আসা হয়েছে। শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার