শফিকুল ইসলাম ,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়ন্দো পুলিশ, (ডিবি) অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ডিবির ওসি মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম-বার জানান, এসআই মোঃ কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ গত রাতে কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড়ে থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা, আনছার রোডের জসিম উদ্দিন (৩০), এবং এসআই দেবাশীষ সাহা সংগীয় অফিসার ফোর্সসহ আজ রোববার সকালে ময়মনসিংহের নান্দাইল থানার জাহাঙ্গীপুর থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিপুল মিয়া (২৭), কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।