ময়মনসিংহ ডিবির হাতে ৫ জুয়ারি ও ১ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৫

ময়মনসিংহ ডিবির হাতে ৫ জুয়ারি ও ১ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৫

June 29, 2021 262 Views

শফিকুল ইসলাম ,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়ন্দো পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৫ জুয়ারি ও ৫ গ্রাম হেরোইনসহ ০১ মাদক ব্যবসায়ী এবং ০ গ্রেফতার করেছে।
ডিবির ওসি মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম-বার জানান, এসআই মোঃ শামীম আল মামুন ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ মুক্তাগাছা থানা চর লাঙ্গুলীয়ায় থেকে গতরাতে ৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ রাজ্জাক ওরফে রেজু (৫০) সাং চক লাঙ্গুলিয়া, থানা মুক্তাগাছা, ময়মনসিংহ এবং এসআই মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ গতরাতে  ময়মনসিংহ কোতোয়ালী থানার চর নিলক্ষিয়া সাথিয়াপাড়া বড় বাড়ির আঃ কাদির (৪৫), এর একচালা টিনের টং দোকান ঘরের ভিতরে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়াখেলারত অবস্থায় জুয়ারি আঃ কাদির (৪৫), সাত্তার (৬৫), শামছুল আলম (৩৫), নজরুল ইসলাম (৪৮), দেলোয়ার হোসেন (৪৭),কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

সাম্প্রতিক