ময়মনসিংহে লকডাউন কার্যকর করতে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত কঠোর অবস্থানে

image

You must need to login..!

Description

শফিকুল ইসলাম ,বিএমটিভি নিউজঃ করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে ৭দিনের কঠোর লকডাউন কার্যকর করতে ময়মনসিংহ জেলাজুড়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশের সমন্বয়ে চলছে অভিযান। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত এই কঠোর লকডাউন চলবে ।

বৃহস্পতিবার সকালে গাঙ্গিনারপাড়, নতুন বাজার, পাটগুদাম ব্রীজমোড়, চরপাড়া মোড়সহ জেলার বেশ কয়েকটি সড়ক ঘুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের চিত্র দেখা গেছে। মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে, চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দেওয়া হচ্ছে না। সড়কে থামিয়ে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন- এমন নানা প্রশ্নের পর যৌক্তিক জবাব দিতে পারলেই সাধারণ মানুষকে গন্তব্যে যেতে দেওয়া হচ্ছে। না হয় ফিরিয়ে দেওয়া হচ্ছে সবাইকে। রাস্তায় গণপরিবহন চলছে না।

আজ বৃহস্পতিবার নগরীতে ১০ জন ম্যাজিস্ট্রেট, উপজেলাগুলোতে ৩ জন ম্যাজিস্ট্রেট ছাড়াও উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি), এছাড়া সিটি করপোরেশনে ম্যাজিস্ট্রেটরাও অভিযান পরিচালনা করেন।

সকাল থেকে নগরীর টাউন হল এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় রাস্তায় মানুষকে বের হতে দেখা যায় খুব কম। যারা বের হয়েছেন তাদের প্রশ্নের মুখোমুখি হতে হয়।

smart

লকডাউনের বাস্তব চিত্র দেখতে সকালে শহরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক। এ সময় পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট আয়েশা হক উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আয়েশা হক বলেন, বিধিনিষেধ কার্যকর করতে জেলায় অভিযান পরিচালিত হচ্ছে। মন্ত্রণালয়ের ম্যাজিস্ট্রেটরাও মাঠে রয়েছেন।
জেলার গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ এলাকায় সকালে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান আবদুল্লাহ আল মাহমুদ। সেনাবাহিনী সঙ্গে নিয়ে এলাকাগুলোতে মানুষকে ঘরে থাকা ও দোকানপাট বন্ধ রাখতে সচেতনতা ও প্রযোজ্য ক্ষেত্রে কঠোরতাও দেখানো হয়। ##

ইতিহাস ও ঐতিহ্যের  সব খবর  জানতে  bmtv.news   চ্যানেলের সাথেই থাকুন। এক্সক্লুসিভ  ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই  bmtv news  ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার