You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ, ময়মনসিংহ জেলার ভালুকা থানায় কলেজ পড়ুয়া সাঈম হত্যা মামলার ১নং এজাহারভুক্ত আসামীকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪ । গত ৬ জুলাই রাতে র্যাব-১৪, ময়মনসিংহের একটি দল টাঙ্গাইলের নাগরপুর থানার বলরামপুর গ্রামে অভিযান চালিয়ে হত্যার হুকুমদাতা ১নং আসামী ভালুকা থানার মেহেরাবাড়ী,আমান উল্লাহ (৪৮)কে গ্রেফতার করেছে।
মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার মোঃ হান্নানুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গত ৪ এপ্রিল রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরাবাড়ী এভার ডায়িং মোড় এলাকায় “ফেসবুক” এ বিরূপ মন্তব্য করে লেখালেখির কারণে বাদী ও বিবাদীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে বিবাদীরা মিমাংসার নামে হত্যা করার উদ্দেশ্যে কলেজ পড়ুয়া মোঃ সাঈম খান (১৮)-কে বাড়ী থেকে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে। এ ব্যপারে ময়মনসিংহ জেলার ভালুকা থানার মামলা নং-০৯ তারিখ ০৪ জুলাই ২০২১ খ্রিঃ ধারা-১৪৩/৩২৩/৩২৬/৩০২/৩০৭/৩৭৯/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড রুজু হয়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হত্যাকান্ডে জড়িত আসামীদের গ্রেফতারে দেশব্যপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
এরই ধারাবাহিকতায় গত ০৬ জুলাই র্যাব-১৪, একটি দল টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বলরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে হত্যার হুকুমদাতা ১নং এজাহার নামীয় আসামী আমান উল্লাহ (৪৮), কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামী আমান উল্লাহ ঘটনার অন্তরালে থেকে কিশোর গ্যাং-এ নেতৃত্বে থাকা তার ছেলে সাব্বির’কে বিভিন্ন অপকর্মে সহযোগীতা করত। এরই ধারাবাহিকতায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অত্র এলাকার ভিকটিম মোঃ সাঈম’কে হত্যার উদ্ধেশ্যে ধৃত আসামী এবং তার সহযোগীরা পূর্ব থেকে ঘটনাস্থলে ওঁৎপেতে ছিল। হুকুমদাতা আমান উল্লার নির্দেশে তার ছেলে ২নং এজাহারনামীয় আসামী মোঃ সাব্বির ভিকটিম মোঃ সাঈম খান-কে কৌশলে বাড়ী থেকে ডেকে নিয়ে আসামী সাব্বির ও সোহাগ এর বাড়ীর মধ্যবর্তী স্থানে কাঁচা রাস্তার উপর উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে হত্যা করে। উক্ত ঘটনার বিষয়ে গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার ভালুকা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। এ সকল অপরাধীদের আইনের আওতায় এনে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় র্যাবের অভিযান অব্যাহত থাকবে।