দুর্গাপুরে পারিবাহিক কলহে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

দুর্গাপুরে পারিবাহিক কলহে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

bmtv new No Comments

 বিএমটিভি নিউজঃ নেত্রকোনার দুর্গাপুরে পারিবাহিক কলহের জের ধরে রিমা(২১) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে । বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে স্বামীর বাড়ি উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ একই উপজেলার বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত তিন দিন যাবত শ্বশুর বাড়িতে বিমাকে নিয়ে পারিবারিক ভাবে কলহ চলছিলো । এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় গাছের জন্য বাড়িতে রাখা বিষ খেয়ে ঘরের মেঝেতে পড়ে থাকে রিমা । ঘরে গিয়ে এ দৃশ্য পরিবারের লোকজন দেখে তাঁর স্বামী মতি মিয়াকে খবর দেয়। স্বামী এসে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮ টায় মৃত্যু বরন করেন গৃহবধূ রিমা।
রিমার পিতা নজরুল ইসলাম জানায় আজ থেকে ১৮ মাস আগে পারিবারিক ভাবে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া গ্রামের হফিকুল ইসলামের ছেলে মতি মিয়ার সাথে আমার মেয়ে রিমাকে বিয়ে দিয়েছিলাম। বিয়ের পর থেকে যৌতুকের দাবিসহ নানারকম ভাবে মতি মিয়া সহ তার পরিবার অত্যাচার করতো রিমাকে। কিছুদিন আগে আমার কাছে কিছু টাকা সহ একটি বড় গরু ও বাছুর দাবি করে মতি মিয়া। কিন্ত আমি বাছুর দিতে রাজি হয় কিন্ত সেটি তারা নেয়নি। আমি গরীব মানুষ হিসেবে যতটুকু সম্ভব হয়েছে আমি বিয়েতে তাদেরকে দিয়েছি। বৃহস্পতিবার সন্ধ্যায় আমার কাছে ফোন আসে আমার মেয়ে বিষ খেয়েছি তার পর আমরা হাসপাতালে আসি। রাতে মতি মিয়ার পরিবারকে ডাক্তাররা বলছিলো রিমাকে ময়মনসিংহ হাসপাতালে নিতে এটিও তারা নেয়নি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর-এ আলম বলেন, পরিবারির কলহের কারনে রিমা বিষপান করেছে বিষয়টি শুনতে পেরে সন্দেহজনকভাবে স্বামী মতি মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।

LATEST POSTS