এবার  শতাধিক বস্তিবাসীর মাঝে স্বল্পমুল্যে দুদিনের আহার বিতরণ করলেন ময়মনসিংহ জেলা পুলিশ

এবার শতাধিক বস্তিবাসীর মাঝে স্বল্পমুল্যে দুদিনের আহার বিতরণ করলেন ময়মনসিংহ জেলা পুলিশ

bmtv new No Comments

শফিকুল ইসলাম, বিএমটিভি নিউজঃ  আজ শতাধিক বস্তিবাসীর মাঝে স্বল্পমুল্যে দুদিনের আহার বিতরণ করলেন ময়মনসিংহ জেলা পুলিশ। লকডাউন পরিস্থিতিতে বস্তিবাসী যাতে না খেয়ে থাকে সেই লক্ষে সবার রান্নাঘরে ভাতের গন্ধ ছুটুক” এ প্রতিপাদ্য নিয়ে দুঃস্থ ও কর্মহীনদের জন্য স্বপ মুল্যের দোকান ১০ টাকায় দু’দিনের আহার বিক্রি কার্যক্রমের আওতায় সোমবার  ৬ষ্ট দিনে নগরীর বিপিণ পার্কে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বস্তিবাসীদের মাঝে দুদিনের আহার বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী বলেন, মানবিক পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান জেলা পুলিশের আভ্যন্তরীণ সেচ্ছায় অনুদানের অর্থায়নে লকডাউন পরিস্থিতিতে নতুন করে বেকার, অসহায়, দুঃস্থ ও কর্মহীনদের পাশে দাড়িয়েছেন।  তারই ধারাবাহিকতায়  ১০ টাকায় দুদিনের আহার বিক্রি করে আসছে। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত এই আহার বিক্রি চলমান রাখার দাবি করে জেলা পুলিশ।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ বলেন, বিতরনকৃত খাদ্য পন্যের মধ্যে ছিল, ৫ কেজি চাল, এক কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি লবন, দুই কেজি আলু, পরিমানমত মশলা, পেয়াজ, রসুন ও কাচা মরিচ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, পুলিশ পরিদর্শক ট্রাফিক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক ফারুক আহম্মেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।