
You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ সম্প্রতি ময়মনসিংহ নগরীর চরাঞ্চলের চর গোবিন্দুপুর এলাকায় মটর সাইকেল চালক মোঃ শহিদুল ইসলামকে (২৫) কুপিয়ে জখম করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী মো. খাইরুলকে (৩০) মহানগরীর শম্ভুগঞ্জ এলাকা থেকে আজ (সোমবার) সকালে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতুয়ালী থানার উপ-পরিদর্শক অমিত হাসান এই অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে শহিদুল ইসলাম বাদী হয়ে কোতুয়ালী মডেল থানায় মো. খাইরুল (৩০), মো. মাছুম (৩২) ও মো. হোসেন আলী (৫৫), এই তিন জনকে আসামী করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছিলেন। তারা সবাই চর গোবিন্দপুর এলাকার বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, শহিদুল মোটর সাইকেল নিয়ে কাচারীঘাট থেকে বিভিন্ন এলাকায় ভাড়ায় যাত্রী পরিবহনের কাজ করে। বেশ কিছুদিন পূর্বে প্রধান আসামী খায়রুল তার মোটর সাইকেলে যেতে চাইলে সে (খায়রুল) মাদকসেবী ও মাদকের ব্যবসা করে বিধায় তাকে শহিদুল মোটর সাইকেলে নেয়নি।
এই ঘটনার জেরে গত ২৪ জুন সকাল আনুমানিক দশটার দিকে শহিদুল নগরীর কাচারীঘাট থেকে মোটর সাইকেলযোগে চর গোবিন্দপুর বাড়িতে যাওয়ার পথে চর গোবিন্দপুর হাইস্কুল সামনে পৌঁছা মাত্রই খায়রুল মোটর সাইকেলের গতিরোধ করে ও তার হাতে থাকা রামদা দিয়ে হত্যার উদ্দেশ্য শহীদুলের কোপ দেয়। এসময় মাথায় হেলমেট থাকায় সেই কোপটি তার ডান হাতে এবং পেটের ডান পাশে লাগে। এতে শহিদুল মারাত্মক গুরুতর জখম হয়। খায়রুল আরেকটি কোপ মারিলে সেটি শহিদুলের ডান পায়ের গোড়ালীতে লেগে হাড় কেটে মারাত্মক জখম হয়। এসময় খায়রুল-এর ভাই মাসুম ও বাবা হোসেন আলী বাঁশের লাঠি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ীভাবে আঘাত করে। তারা শহিদুলের পকেটে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং মোটরসাইকেলটি নেয়ার চেষ্টা করে। পরে শহিদুলের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনদের সহায়তায় শহিদুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।
ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, মামলা দায়েরের পরই পুলিশ অভিযান শুরু করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।