ময়মনসিংহে কঠোর লকডাউন চলছেঃ প্রথমদিনে নগরী ছিল ফাঁকা

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ  ঈদের পর আরো ১৪ দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে ময়মনসিংহের রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। সকাল থেকে নগরীর বিভিন্ন  মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকায় মানুষের চলাচল কম ছিল। তবে পায়ে হেটে যাতায়াত করতে দেখা গেছে। বিনা কারণে বের হওয়ায় জবাবদিহি করতে হয়। কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সতর্ক করার পাশাপাশি জরিমানাও করছেন। মহানগরীসহ জেলায় ৪০টি ভ্রাম্যমান আদালত নিয়োজিত রয়েছে। #