
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ পারিবারিক কলহের জের ধরে ময়মনসিংহের হালুয়াঘাটে পৃথক পৃথক স্থানে দুই নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত রাতে উপজেলার খন্ডকপাড়া গ্রামে ফাঁসিতে ঝুলে লাকী আক্তার (৩০) ও মকিমপুর নগুয়া গ্রামের মির্জা মনি নামে ৫০ বছরের এক নারী বিষপান করে আত্মহত্যা করে। পুলিশ জানায়, স্বামী-স্ত্রী দ্বন্দ্বে লাকী আক্তার বৃহস্পতিবার দিবাগত রাতে ঘরের ধন্নায় ফাঁসি নেয়। সকালে পরিবারের লোকজন টের পেয়ে পুলিশকে খবর দিলে এস.আই হাবিবুর রহমান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ‘মমেক’ হাসপাতালে পাঠায়। আর অপর নারী বৃহস্পতিবার দুপুরে নিজ বাসায় বিষপান করলে গুরুতর আহতবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার সময় মারা যান। জানা যায়, লাকী আক্তারের মৃত্যুর ঘটনায় (এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, লাকীর লাশ ময়নাতদন্তের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি চলছে। তার মৃত্যুর ঘটনা তদন্তাধীন। আর অপর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পোস্ট মর্টেম রিপোর্ট আসলে বুঝা যাবে মৃত্যুর মূল কারণ কী?