স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ আজ শনিবার দুপুরে হঠাৎ ময়মনসিংহ জেলা পুলিশ সুপার অফিসে ফোন আসে শম্ভুগঞ্জ বেদে পল্লীতে ১০ পরিবারে ঘরে খাবার নেই । ফোনে খবর পাওয়া মাত্রই মানবিক পুলিশ সুপার মুহাম্মদ আহমার উজ্জামান এর নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের মাধ্যমে তাৎক্ষনিকভাবে খাবার পৌছে দিলেন জেলা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশের ব্যক্তিগত অর্থ থেকে ১০টি পরিবারকে দুইদিনের খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে। অসহায় বেদে পরিবারগুলো খাবার পেয়ে স্বস্তি ফিরে আসে। উল্লেখ্য গত ঈদের আগে টানা ১৫ দিনের লকডাউনে জেলা পুলিশের উদ্যোগে ২৫’শ অসহায় কর্মহীন পরিবারের মাঝে নামমাত্র মুল্য ১০টাকায় দুদিনের খাবার সামগ্রী বিতরণ করা হয়। গত রমজান মাসে মাসব্যাপী নামমাত্র ৫ মুল্যে ইফতার বিতরণ করে আলোড়ন সৃষ্টি করে জেলা পুলিশ সুপার।