
You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহ সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক বিশিস্ট সাংবাদিক নজীব আশরাফ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক বিশিস্ট শিল্পী মুহাম্মদ শোয়েব এর মাতা ও ১০৫ নওমহল নিবাসী মরহুম মোহাম্মদ ফরিদ এর পত্নী শাফিয়া বেগম (৮০) বার্ধক্যজনিত কারণে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শহরের নওমহলস্থ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে —রাজিউন।
আজ মঙ্গলবার বাদ আছর নওমহল সান ফ্লাওয়ার স্কুল মাঠে মরহুমার নামাজে জানাযা শেষে আকুয়া মাদ্রাসা কোয়াটার কবরস্থানে স্বামীর কবরের পাশে দাফন করা হবে। মুত্যৃকালে তিনি ৬ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সাংবাদিক নজীব আশরাফ মরহুমার নামাজে জানাযায় সকলকে শরীক হয়ে তার মমতাময়ী মাতার আত্মার মাগরেফরাত কামনা করার জন্য আহবান জানিয়েছেন।
মরহুমার মৃত্যুৃতে ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সভাপতি এম আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক মতিউল আলম ও ময়মনসিংহ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির জুয়েল গভীর শোক প্রকাশ করে মরহুমার আত্মার মাগফেরাত করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।