শফিকুল ইসলামঃবিএমটিভি নিউজঃ ময়মনসিংহের জেলা গোয়েন্দা পুলিশ ২ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ডিবির ওসি মোঃ শাহ কামাল আকন্দের নির্দেশে এসআই মোঃ কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় ২৬ জুলাই সোমবার রাতে সাড়ে ১১টায় মাদক উদ্ধারে অভিযান চালায় । এসময় কোতোয়ালী থানার রেলীর মোড় থেকে ২ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির রানা (৩৭)কে গ্রেফতার করে । মাদক ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির রানা (৩৭), ময়মনসিংহ শহরের জে সি গুহ রোড়ের মৃত-আঃ কাদির ছেলে । গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।