
You must need to login..!
Description
শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃত ১৬জনের মধ্যে ৩জন করোনা আক্রান্ত হয়ে এবং ১৩জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪৫৩ জন,নতুন ভর্তি হয়েছে ৮৩ জন আইসিইউতে ভর্তি আছেন ২০জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩জন ।
বৃহস্পতিবার (২৯জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন,ময়মনসিংহ মুক্তাগাছার আবদুল হামিদ (৬০), নেত্রকোনা সদরের এমদাদুল হক (৮৫), শেরপুর নালিতাবাড়ীর আমির উদ্দিন (৯০) ।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন-ময়মনসিংহ সদরের নজরুল ইসলাম (৬২), গোপাল আলী (৫৫), দুলু মিয়া (৩০), সাবু খাতুন (৮৫), হোসেন আরা (২৫), গফরগাঁও উপজেলার সুরাইয়া খাতুন (৬৫), হালুয়াঘাটের উপজেলার খোকন মিয়া (৫৫), ত্রিশাল উপজেলার পারভিন আক্তার (৪৫), শেরপুর সদরের সাজেদা (৫৫),মনোয়ারা বেগম(৬৫), টাংঙ্গাইল সদরের পরিমর চন্দ্র (৫২), ধনবিাড়ির সৌরভ (১৩), নেত্রকোনা সদরের সুজিত চন্দ্র দাস (৬০) ।
এ দিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩৫৮টি নমুনা পরীক্ষা করে ৪৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।