You must need to login..!
Description
শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনায় এবং ৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রবিবার (৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের হেদায়েত উল্লাহ(৭০),তাহমিনা (৬০),মকবুল(৮২),প্রতিমা রানী (৭২),সুমন মিয়া(৩৫),ময়মনসিংহ ভালুকার তারা মিয়া (৫০),ময়মনসিংহ ফুলবাড়িয়ার আব্দুল মান্নান (৬৫) ।
এসময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মরা গেছেন তারা হলেন,ময়মনসিংহ সদরের ইসহাক(৭৫),জাইমা নূর নাশরা (৬৫),ময়মনসিংহ হালুয়াঘাটের ইমদাদুল হক (৫৫),নেত্রকোনা কেন্দুয়ার শহর বানু (৬৫), নেত্রকোনা মদনের মজনু রহমান(৮৫) ।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, করোনা ইউনিটে বর্তমানে ৪৫৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১৭ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।