মমেক হাসপাতালে জুলাই থেকে এই পযর্ন্ত করোনা আক্রান্ত ১৪ নবজাতকের চিকিৎসা

মমেক হাসপাতালে জুলাই থেকে এই পযর্ন্ত করোনা আক্রান্ত ১৪ নবজাতকের চিকিৎসা

BMTV Desk No Comments

শফিকুল ইসলামঃময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এপযর্ন্ত ১৪ নবজাতকের চিকিৎসা দেওয়া হয়েছে।শনিবার (৭ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানিয়েছেন জুলাই মাস থেকে এ পর্যন্ত ১৪ নবজাতককে মমেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা দেওয়া হয়েছে ।

ডা. মহিউদ্দিন খান মুন জানান জুলাই মাস থেকে এ পর্যন্ত চিকিৎসা নেওয়া ১৪ নবজাতকরা হলো,ময়মনসিংহ সদরের জাকির নাজনীন দম্পতির সন্তান,রাকিব জেসমিন দম্পতির সন্তান,রিপন মিয়া রিফাত দম্পতির সন্তান,ময়মনসিংহ মুক্তাগাছার রাশেদ নীলা দম্পতির সন্তান,ময়মনসিংহ দাপুনিয়ার নাহিদ শাবনূর দম্পতির সন্তান,ময়মনসিংহ ফুলবিাড়িয়ার শামীম আকতারার দম্পতির সন্তান,ময়মনসিংহ তারাকান্দার রফিক নূরুন্ন্হার দম্পতির সন্তান,লিটন রানু দম্পতির সন্তান,ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের মানিক নিলুফার দম্পতির সন্তান, কিশেরগঞ্জের হাসান শাপলার দম্পতির সন্তান,মোতাহার হ্যাপি দম্পতির সন্তান,নেত্রকোনা কমলাকান্দার নিয়ামূল সূর্বনা দম্পতির সন্তান,গাজীপুর কালিয়াকৈর মামুনূর রহমান রাবেয়া দম্পতির সন্তান ।
ডা. মহিউদ্দিন খান মুন জানান করোনার পাশাপাশি নিউমোনিয়ায় ও অন্যান্য রোগে আক্রান্ত ছিল অধিকাংশ নবজাতকদের ।