মসিকের আয়োজনে ৮ নং ওয়ার্ডের করোনার টিকা দান কার্যক্রমের উদ্বোধন
August 8, 2021
283
No Comments
You must need to login..!
শফিকুল ইসলাম,ফকরুল আকন্দ,বিএমটিভি নিউজঃ গত ৭ আগষ্ট ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সেবা বিভাগের ব্যবস্থাপনায় কোভিড-১৯ টিকাদান (মডার্না) কার্যক্রমের ৩৩ টি ওয়ার্ডে অনুষ্ঠিত হয়। টিকাদান কর্মসূচীর ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো:ফারুক হাসান ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উক্ত টিকাদান কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ২৫ বছরের উর্দ্ধে ৮ নং ওয়ার্ডের বাসিন্দারা স্বাস্থ্যবিধী মেনে স্বতস্ফূর্তভাবে টিকা গ্রহন করতে দেকা গেছে । এ সময় ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: মো:ফারুক হাসান নাগরিকেদের কোন ধরনে যেন সমস্যা না হয় সেই দিকে নজর রাখছেন । টিকাদান কর্মসূচী আগামী ৯ আগষ্ট পর্যন্ত চলবে।