ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু

image

You must need to login..!

Description

শফিকুল ইসলামঃময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে) করোনয় আক্রান্ত হয়ে মারা গেছেন তারা হলেন, ময়মনসিংহ সদরের সুখ রঞ্জন (৬৫),আব্দুল সালাম (৭৫),ময়মনসিংহ মুক্তাগাছার মমতা বেগম (৪৫), ময়মনসিংহ ফুলবাড়িযার হাসিনা (৬০),নেত্রকোনা দুর্গাপুরের আয়েশা (৬৫),পাবনার অন্তিমা সরকার (৬৫) ।

এসময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তারা হলেন,ময়মনসিংহ সদরের হাসিনা খাতুন(৬৫),মফিজুল ইসলাম (৬০),ময়মনসিংহ তারাকান্দার ইস্রাফিল(৫৫),ময়মনসিংহ ভালুকার শাহনাজ জামান (৪৫),ময়মনসিংহ গফরগাঁওয়ের সোহরাব (৮০),রানুজা আক্তার(৫০),ময়মনসিংহ গৌরীপুরের হজরত আলী(৫৪),ময়মনসিংহ ধোবাউড়ার মমেনা (৪০),ময়মনসিংহ ফুলবাড়িয়ার আজিজুল হক (৯০),গাজীপুর শ্রীপুরের রোকসানা (৫৫) ।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩৯৬ জন। এর মধ্যে ২২ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬০ জন।

এদিকে জেলায় ১ হাজার ৭১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণ শনাক্ত হয় ১৮২ জনের শরীরে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ১৬ দশমিক ৯৯ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার