গত ১৩ দিনে ২ হাজার ৯৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ১৩ দিনে ২ হাজার ৯৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

BMTV Desk No Comments

 

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ২১১ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ২১০ জন। আগস্ট মাসের ১৩ দিনে ২ হাজার ৯৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৫২ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৮৮৪ জন।

অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ৬৮ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ৬৪৫ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৬৬৯ জন। এ পর্যন্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৪টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। প্রতিদিনই ডেঙ্গুজনিত মৃত্যুর ঘটনা আসছে আইইডিসিআরতে। কিন্তু এবছর এখনও আইইডিসিআর ডেঙ্গুজনিত মৃত্যুর একটি ঘটনাও পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেনি ।