নিজস্ব প্রতিবেদক, বিএমটিভি নিউজঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগষ্ট ময়মনসিংহ বিভাগীয়কমিশনার কার্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে ১৫ আগষ্ট সকালে সার্কিট হাউজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। এসব অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার অফিসের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ অংশ গ্রহন করেন।