ঘুষ গ্রহণের অভিযোগে নায়েব বিশ্বকর্মা জনতার হাতে দিনভর আটকঃ পরে উদ্ধার

ঘুষ গ্রহণের অভিযোগে নায়েব বিশ্বকর্মা জনতার হাতে দিনভর আটকঃ পরে উদ্ধার

August 18, 2021 605 Views

স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাগলা থানা এলাকায় পাঁচভাগ ভূমি অফিসে ঘুষ নেওয়ার অভিযোগে পাঁচবাগ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (নায়েব) রমেন্দ্র নারায়ণ বিশ্বকর্মাকে এলাকাবাসী ইউনিয়ন ভূমি অফিসে দিনভর আটক করে রাখে। এ সময় রিফাত (১৮) নামে আরো স্থানীয় এক দালালকে আটক করা হয়।
সন্ধ্যা ৬টা নাগাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারি কমিশনার (এসিল্যান্ড) পুলিশ নিয়ে গিয়ে এলাকাবাসীর হাত থেকে তাকে উদ্ধার করেন।
এলাকাবাসীর অভিযোগ, পাঁচবাগ ভূমি অফিসের চলতি দায়িত্ব থাকা নায়েব রমেন্দ্র নারায়ণ জমির নামজারি, খাজনা আদায়, ভুল সংশোধন এসব বিষয়ে মানুষদের অযথা হয়রানি ও উৎকোচ আদায় করে থাকেন। বিনা মূল্যের এই সেবা দীর্ঘদিন যাবত তিনি টাকার বিনিময়ে করে থাকেন।
হয়রানির শিকার সেবা গ্রহীতারা অতিষ্ঠ হয়ে বুধবার বেলা ১১টার দিকে নায়েব রমেন্দ্র নারায়ণকে পাঁচবাগ ভূমি অফিসে আটকে রাখে। পরে স্থানীয় জন প্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.তাজুল ইসলাম ও এসিল্যান্ড কাবেরী রায়কে অবহিত করেন।
বিকেল ইউএনও তাজুল ইসলাম ও সহকারি কমিশনার (ভূমি) কাবেরী রায় ঘটনাস্থলে যান। পরে উত্তেজিত জনতাকে সঠিক বিচারের আশ্বাস দিয়ে পাগলা থানার পুলিশসহ পাঁচবাগ ভূমি অফিস থেকে নায়েব রমেন্দ্র নারায়ণকে উদ্ধার করে উপজেলা পরিষদে নিয়ে আসেন।
এসময় ভুক্তভোগীদের পক্ষে পাঁচবাগ ইউনিয়নের উত্তর হারিণা গ্রামের নজরুল ইসলাম( ৪৫ হাজার টাকা), ইয়াসিন(১৫ হাজার টাকা),লামকাইন গ্রামের পান্না খাতুন (২০ হাজার টাকা), হুমায়ুন কবীর (৩৮ হাজার টাকা), চর শাঁখচুড়া গ্রামের আবুল কালাম (৪০ হাজার টাকা) অভিযুক্ত নায়েবের বিরুদ্ধে এসব টাকা কাজের বাবদ ঘুষ গ্রহণের কারণে লিখিত অভিযোগ করেন। এ সময় রিফাত (১৮) নামে স্থানীয় এক দালালকে আটক করা হয়।
সহকারী কমিশনার (এসিল্যান্ড) কাবেরী রায় বলেন, অভিযুক্ত নায়েবকে দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। এর আগেও এসব কর্মকান্ডের জন্য উর্ধতন কতৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাজুল ইসলাম বলেন, ভুক্তভোগীদের অভিযোগ আমলে নেওয়া হয়েছে। অভিযুক্ত নায়েবকে জনরোষ থেকে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা পরিষদে আনা হয়েছে। গত দুদিন আগেও তাকে সতর্ক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক