গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন নতুন ডেঙ্গু রোগী

গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন নতুন ডেঙ্গু রোগী

BMTV Desk No Comments

নিউজ ডেস্কঃ দেশে করোনার মধ্যে প্রতিদিনই ডেঙ্গুতে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। লাল বার্তা নিচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ২৭৩ জন। আগস্ট মাসের ১৮ দিনে ৪ হাজার ২৯৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টের এই কয়েকদিনেই মারা গেছেন ১৮ জন আর জুলাইতে ১২ জন। গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী।
তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ১৯৩ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ১ হাজার ১১০ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ৮৩ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৬ হাজার ৯৫৬ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫ হাজার ৭৩৩ জন।