বিএমটিভি নিউজঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ তথ্য নিশ্চিত করেছেন হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০ টায় হাটহাজারী মাদ্রাসা থেকে চট্টগ্রামের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাবুনগরীকে। সেখানে দুপুর সাড়ে ১২ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাবুনগরী।
হাটহাজারী সংবাদদাতা জানান, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শারীরিক দুর্বলতা, বার্ধক্যজনিত কারণে হাটহাজারী মাদ্রাসা থেকে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে চট্টগ্রাম নগরের সিএসসিআর নামক একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
হেফাজতে ইসলামের আমির আল্লামা বাবুনগরীর জানাজার নামাজ সন্ধ্যা সাড়ে ৭টায় হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার মুখপাত্র মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মাওলানা মুনির আহাম্মদ।
৬৭ বছর বয়সী বাবুনগরী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাকে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় হাটহাজারী মাদ্রাসা থেকে চট্টগ্রামের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২ টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বাবুনগরী।