কোতোয়ালীর নতুন ওসি ডিবির ওসি শাহ কামাল

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টারঃবিএমটিভি নিউজঃ ডিবির ওসি শাহ কামাল হোসেন আকন্দ আজ বৃহস্পতিবার ডিবি থেকে বিদায় নিয়ে বিকেলেই কোতোয়ালী মডেল থানায় ওসি হিসেবে যোগদান করছেন।
গত ৩ বছর ডিবির ওসি হিসেবে শাহ কামাল হোসেন অাকন্দ ৬১ কোটি টাকার মাদক উদ্ধার ছাড়াও ৪৪ টি হত্যা মামলার রহস্য উন্মোচন করে নগরব্যাপী  জেলায় পরিচিতি লাভ করেন।
কোতোয়ালী ওসি ফিরোজ তালুকদার বিদায় নেবার পর কে কোতোয়ালী মডেল থানার ওসি হিসেবে যোগ দিচ্ছেন এ নিয়ে নগরময় আলোচনায় ছিল।
ডিবির ওসি হিসেবে শাহ কামাল হোসেন আকন্দ যে সুনাম ও দক্ষতা দেখিয়েছেন, তাতে নগরবাসীর প্রত্যাশা ছিল তাকে যেন কোতোয়ালী মডেল থানায় ওসি হিসেবে নিয়োগ দেয়া হয়। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান হলো শাহ কামাল আকন্দ নিয়োগে।
আজ দুুপুরে ডিবি কার্যালয়ে শাহ কামাল হোসন আকন্দ বিদায় দেয়া হয়। এ সময় তিনি উপস্থিত ছিলেন সাবেক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,বিগত দিনে ডিবি যে সুনাম অর্জন করেছিল,তা যেন অক্ষুন্ন থাকে। বিদায় অনুষ্ঠানে ডিবির ওসি তদন্ত ফারুক আহমেদ ,এস আই আনোয়ার হোসেন, দেবাশীষ সাহা প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার