নেত্রকোণার দূর্গাপুর থেকে বিপুল পরিমাণ শুল্কবিহীনপণ্যসহ ৪ চোরাকারবারি গ্রেফতার

image

You must need to login..!

Description

মতিউল আলম বিএমটিভি নিউজঃ নেত্রকোণা জেলার দূর্গাপুর থানা এলাকা থেকে বিপুল পরিমাণ শুল্কবিহীনপণ্যসহ ৪জন চোরাকারবারিকে গ্রেফতার করছে র‌্যাব-১৪।
মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার হান্নানুল ইসলাম গত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১৮ আগস্ট’২১ সকাল সাড়ে ৫টায় র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলার দূর্গাপুর থানা এলাকায় জনৈক হারুন অর রশিদ টিনসেড গোডাউনের ভিতর অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমান বিস্কুট, হরলিক্স, চকলেট, চা, শ্যাম্পু, সাবান, পেষ্ট, তেল, ক্রিম ও শন্পাপড়িসহ ০৪ জন চোরাকারবারি আসামি নেত্রকোনা দুর্গাপুর থানার ভবদেবপাড়ার মোঃ রুবেল (৩২), কুল্লাগড়ার বিশ্বজিৎ (৪২), সাতক্ষীরার -দেবভাটা থানার সাং-বেজোর আটির- বর্তমান ঠিকানা ঢাকার এ/পি-ঝিগাতলা মিতালী রোড বাসা নং ২০১, থানা-ধানমন্ডীর দেলোয়ার হোসেন ওরফে বিপ্লব (২৩), সাতক্ষীরা দেবহাটার বর্তমান ঠিকানা ঢাকার এ/পি-সাং-হাসান নগর, রোড নং ০২, বাসা নং ০৩, থানা-কামরাঙ্গিরচরের,মনিরুল ইসলাম (২৭) কে আটক করতে সক্ষম হয়। আসামীদের দেহ তল্লাশী করে ০৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৭৫,০০,০০০(পঁচাত্তর লক্ষ) টাকা।   উক্ত বিষয়েধৃত আসামীদের বিরুদ্ধে নেত্রকোণা জেলার দূর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।