স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনা শনাক্ত হয়ে এবং ৭ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন, গত ২৪ ঘণ্টায় রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যায় তারা হলেন,ময়মনসিংহ সদরের জামেলা খাতুন(৮৬), ত্রিশালের হুজাইফা (২ মাস), ঈশ্বরগঞ্জের আব্দুল সালাম (৫৫), নান্দাইলের সালেমা (৯০) ।
এসময় সন্দেহজনক করোনা উপসর্গ নিয়ে মারা যায় তারা হলেন,ময়মনসিংহ সদরের সেলিনা (৪৫), ফৌজিয়া খাতুন (৪৫), ভালুকার গোলাপি (৫০), জুয়েল (২৮), ত্রিশালের আসিয়া খাতুন(৫৫), নান্দাইলের রাবেয়া (৮০), গাজীপুরের নুরজাহান (৭০) ।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৯৭ জন। এর মধ্যে ১৮ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন।