ময়মনসিংহে এই প্রথম করোনা প্রাণ গেল ২ মাসের শিশুর
August 23, 2021
195
No Comments
You must need to login..!
শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে প্রাণ গেল ২ মাসের হুজাইফা নামক এক নবজাতকের ।
ময়মনসিংহ গফরগাঁওয়ের মুখলেছ ও বিলকিস দম্পতির নবাজাতক হুজাইফা ।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন ।
উল্লেখ্য দুইদিনের জ্বর ও শ্বাসকষ্ঠ নিয়ে গত ১১ (আগস্ট)৩০ নাম্বার শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয় নবজাতক হুজাইফাকে ।সন্দেহ হলে করোনা টেস্ট দেওয়া হয় । ১৪ (আগস্টা) করোনা পজিটিভ আসলে তাকে করোনা ইউনিটে স্থানান্তর হয় ।করোনা ইউনিটের ৭ম তলায় ৭১২ নাম্বার রুমে তাকে চিকিৎসাধীন রাখা হয় । সোমবার (২২ আগস্ট) বিকালে নবজাতক হুজাইফা চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ।