ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৭ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৭ মৃত্যু

August 26, 2021 545 Views

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনা শনাক্ত হয়ে এবং ৩ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন, গত ২৪ ঘণ্টায়
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যায় তারা হলেন,ময়মনসিংহের সদরের জাহাঙ্গীর (৫৮), তারাকান্দার রওশন আরা (৫০), ত্রিশালের আমেনা খাতুন (৭০),জামালপুর গোপালপুরের রাবেয়া (৬৫) ।

এসময় সন্দেহজনক করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন তারা হলেন,ময়মনসিংহ গৌরীপুরের আব্দুর রহমান (৬৫), ফুলপুরের ওসমান আলী (৬৫) ও জামালপুর সদরের আজিজুল হক (৫৫) ।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৯১ জন। এর মধ্যে ১২ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৩ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।

 

সাম্প্রতিক