গফরগাঁওয়ে  অগ্নিকান্ডে, ২টি দোকান পুড়ে ছাই

গফরগাঁওয়ে অগ্নিকান্ডে, ২টি দোকান পুড়ে ছাই

bmtv new No Comments

গফরগাঁও উপজেলা সংবাদদাতা ঃ গফরগাঁও উপজেলার পাগলা থানার ৯নং পাঁচবাগ ইউনিয়নের পালেরবাজারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে দুইটি দোকান। গতকাল বৃহস্পতিবার রাতের দিকে হক বস্ত্রালয়ে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, গতকাল রাতে হক বস্ত্রালয়ে আগুন দেখে কাঁচামাল ব্যবসায়ী আলম মিয়া স্থানীয়দের নিয়ে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তাঁরা এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে শহিদের কাপড়ের দোকান ও পাশের নিজাম উদ্দিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে তাঁদের আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।