ফুলবাড়ীয়ায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ফুলবাড়ীয়ায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

bmtv new No Comments

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃবিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সুরের পাড় গ্রামের এক ডোবা থেকে ২০/২২ বছর বয়সের অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ আগষ্ট) দুপুর দেড় টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার এস আই জ্যোতিষ চন্দ্র দেব।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার লক্ষীপুর বাজার থেকে শিমুলতলী সড়কের সুরেরপাড় গ্রামের খলিফাবাড়ী সংলগ্ন একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখে এলাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ডোবা থেকে ২০/২২ বছর বয়সের অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ শনিবার দুপুর দেড়টার দিকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফুলবাড়ীয়া থানার এস আই জ্যোতিষ চন্দ্র দেব জানান, লাশটি অর্ধগলিত হওয়ায় মুখমন্ডল বিকৃত হয়ে গেছে। ধারনা করা হচ্ছে লাশ ডোবায় ৫/৬ দিন ধরে পড়ে ছিল। লাশের পড়নে হালকা গোলাপীরঙের গোল গলা গেঞ্জি ও সাদা চেক লুঙ্গি পড়া ছিল। ঘটনাস্থল থেকে একটি জুতা উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তবে লাশের গায়ে থাকা গেঞ্জিতে লেখা ছিল ” আল্লাহ আমার রব, এই রবই আমার সব”।