ময়মনসিংহে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আর্ন্তজাতিক দিবস পালন

ময়মনসিংহে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আর্ন্তজাতিক দিবস পালন

bmtv new No Comments

`স্টাফ রিপোর্টার,বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস যৌথভাবে পালন করেছে গুম হওয়া ব্যাক্তির স্বজনদের সংগঠন মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক।

সোমবার সকালে নগরীর নতুন বাজারে মানববন্ধন ও র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার সংগঠন “অধিকার” এর ময়মনসিংহ জেলা সমন্বয়কারী আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় আলোচনা সভা ও মানববন্ধনে আইনজীবি, মানবাধিকার কর্মী এবং সাংবাদিকরা বলেন, গুম একটি মানবতাবিরোধী অপরাধ, যা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন, এটি আন্তর্জাতিক অপরাধ হিসেবেও স্বীকৃত। ২০০৯ সালের ১ লা জানুয়ারী থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশে যে ৬০৩জন ব্যক্তি গুমের শিকার হয়েছেন তাদের আত্বীয়-স্বজনরা প্রিয়জনকে দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন। প্রিয়জনদের জীবিত ফেরত না দিলেও যেন লাশটুকু ফেরত দেয়া হয় এবং ক্রসফায়ারের নামে দেশের নাগরিকদের যেভাবে বিচারবহির্ভূতভাবে হত্যা এবং হেফাজতে নির্যাতন করে হত্যা করা হচ্ছে সেসমস্ত রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছেন বক্তারা।