এডিস মশার লার্ভা পাওয়ায় মামলা, ২৫ হাজার টাকা জরিমানা

এডিস মশার লার্ভা পাওয়ায় মামলা, ২৫ হাজার টাকা জরিমানা

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা সন্ধানে আজ বেলা ১১ টায় নতুনবাজার, রামবাবু রোড, সারদা ঘোষ রোড এবং বাউন্ডারি রোড এলাকায় অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালত এ সময় ৪ জন ভবনমালিককে ৪ মামলায় মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে।

অভিযান পরিচালনাকালে খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

LATEST POSTS