ময়মনসিংহে বন বিভাগের গাছ কেটে পাচারের মামলায় ৫ জনের ২ বছরের কারাদণ্ড

ময়মনসিংহে বন বিভাগের গাছ কেটে পাচারের মামলায় ৫ জনের ২ বছরের কারাদণ্ড

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে বন বিভাগের গাছ কেটে পাচারের অভিযোগে দায়ের করা একটি মামলায় পাঁচ আসামিকে ২ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন আরা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁন মাহমুদ, রফিকুল ইসলাম, তাইজুদ্দিন, আবুল হোসেন ও খোকা মিয়া।

তারা সবাই ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা এলাকার বাসিন্দা। খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন চিফ জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট আদালত পুলিশের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক অজিত কুমার মিত্র।

তিনি জানান, গাছ কেটে পাচারের অভিযোগে ২০১০ সালের ২০ জুলাই ভালুকার বন বিভাগের উথুরা রেঞ্জের ফরেস্ট অফিসার এসএম হাবিব উল্লাহ বাদী হয়ে মামলাটি করেন। পরে মামলার দীর্ঘ তদন্তে আদালতে তা প্রমাণিত হলে বিচারক এ রায় দেন।