শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতলের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত মারা যায়নি কেউ উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে ।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল র্পাসন ডা: মহিউদ্দিন খান মুন,
গত ২৪ ঘন্টায় শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে সন্দেহজনক করোনা উপসর্গ নিয়ে মারা যায় তারা হলেন, ময়মনসিংহ নান্দাইলের শাহনাজ (৪০),ভালুকার হাসমত আলী (৭৫), ঈশ্বরগঞ্জের মোঃ জিসান (১৬), সাহেব আলী (৮০), ও আনোয়ারা (৪০), ফুলবাড়িয়ার আবুল হোসেন (৭০), জামালপুর সদরের নাসিমা (২২) ।
ডা: মহিউদ্দিন খান মুন আরও জানান ওয়ান স্টপ ফ্লু কর্নার এ গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ৩৩ জন।
৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৩৭ জন। এর মধ্যে ৮ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।